এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ

প্রকাশ : 2025-09-23 19:20:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ

 যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এর  প্রতিবাদে তার নিজ উপজেলা কাউনিয়া এনসিপি শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এনসিপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গালর্স স্কুল মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, যুগ্ন সমন্বয়কারী জিল্লুর রহমান, জেলা সংগঠক মোস্তাইন বিল্লাহ, সদস্য আশিকুর রহমান আশিক, টেপামধুপুর ইউনিয়ন সমন্বয়কারী আব্দুল খালেক, মোসলেম উদ্দিন প্রমূখ। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান।