এনসিপির গণভোট ক্যাম্পিংয়ে মুন্সীগঞ্জের আলী নেওয়াজ ও আব্দুল আলিম
প্রকাশ : 2026-01-24 16:19:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গণভোট ক্যাম্পিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশে ২৩৭ জন অ্যাম্বাসেডর নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের দুইটি সংসদীয় আসনে প্রধান সমন্বয়ক নির্ধারণ করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মুন্সীগঞ্জ–১ আসনে আলী নেওয়াজকে প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সিরাজদিখান থানার আওতাধীন এলাকায় গণভোট ক্যাম্পিং কার্যক্রমের সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
অপরদিকে মুন্সীগঞ্জ–৩ আসনে গাজী আব্দুল আলিমকে প্রধান সমন্বয়ক করা হয়েছে। তিনি মুন্সীগঞ্জ সদর থানার আওতাধীন এলাকায় গণভোট ক্যাম্পিং কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
এনসিপি সূত্র জানায়, গণভোট ক্যাম্পিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, দলের রাজনৈতিক অবস্থান ও দাবিদাওয়া তুলে ধরা এবং জনগণের মতামত সংগ্রহ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। মাঠপর্যায়ে অ্যাম্বাসেডরদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণভোট কার্যক্রম আরও ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।
দলীয় নেতারা আরও জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও গণভোট ক্যাম্পিং কার্যক্রম জোরদার করা হবে।