এক ম্যাচে ১০ লাল কার্ড!
প্রকাশ : 2022-11-10 10:46:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আর কয়েক দিনের অপেক্ষা। তারপরই কাতারে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ ২০২২। বিশ্ব জুড়ে চড়ছে উত্তেজনা ও উন্মাদনার পারদ। এরই মধ্যে শিরোনামে আর্জেন্টিনার এক রেফারি। তার নির্ভয়, একরোখা, সিদ্ধান্ত নিতে দুবার না ভাবা আতঙ্ক তৈরি করেছে ফুটবল বিশ্বে। ফাকুন্ডো তেলো নামে ওই রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে বিশ্বকাপে। তার আগে একটি ম্যাচে ১০ জনকে লাল কার্ড দেখালেন ফাকুন্ডো তেলো।
আর্জেন্টিনার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স এবং রেসিং ক্লাব। মেগা ফাইনালে প্রথম থেেকই হাড্ডাহাড্ডি খেলা হচ্ছিল। যার ফলে ফুটবলাররা মাথা গরমও করছিল। প্রথম থেকেই কড়া হাতে ম্যাচ পরিচালনা করছিলেন ফাকুন্ডো তেলো। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় গড়া একস্ট্রা টাইমে। আর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কর্ণার থেকে হেডে গোল করেন আলকারাজ।
গোল করের পর প্রতিপক্ষের ডাগ আউটে গিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন আলকারাজ। তাঁকে ঘিরে ধরে ধাক্কা মারতে থাকেন বোকার বাকি ফুটবলাররা। কেউ কেউ আলকারাজের কান টেনে ধরেন। এক জন বল ছুড়ে মারেন মুখে। সেই সময় রেফারি এসে প্রথমে আকারাজকে লাল কার্ড দেখান। দুই দল ঝামেলায় জড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একে একে দুই দলের ফুটবলারকে লাল কার্ড দেখান।
গোটা ম্যাচে দুই দলের মোট ১০ ফুটবলারকে লাল কার্ড দেখান আর্জেন্টাইন রেফারি ফাকুন্ডো তেলো। এদের মধ্যে ৭ জন বোকা জুনিয়রসের ও ৩ জন রেসিং ক্লাবের। ১০ জনকে লাল কার্ড দেখিয়ে ফুটবল বিশ্বে রীতিমত ত্রাস সৃষ্টি করেছেন। ফুটবল বিশ্বকাপে তিনি যে ম্যাচে রেফারিং করবেন, এই ঘটনার পর ফুটবলাররা একটু সামলেই খেলবেন।