এক বছরের নানা আলোচিত সমালোচিত ঘটনাবলী
প্রকাশ : 2024-12-31 17:53:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
১৯৭১ সালের পরে ২০২৪ দেশের ইতিহাসে বহুল আলোচিত ঘটনাবহুল একটি বছর। একতরফা নির্বাচন থেকে স্বৈরাচারের পতন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বছর। এক বছরে নানা ঘটনা, রটনা ও আলোচনার মধ্যে দিয়ে ২০২৪ সালে ৩১ ডিসেম্বর সন্ধায় সূর্য্য অস্তমিত হয়ে যায়। কাউনিয়ায়ও তেমনি নানা আলোচিত ঘটনার মধ্যে দিয়ে ২০২৪ সাল কে বিদায় জানিয়ে সেই সাথে ২০২৫ সালকে স্বাগতম জানানো হয়। ৭ জানুয়ারি একতরফা নির্বাচনে টিপু মুনশির জয়। প্রেমে বাঁধা দেওয়ায় এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। বিগত বছরে ব্যাপক আলোচনায় ছিল ৫আগষ্টের পর আওয়ামী লীগের অধিকাংশ নেতা এলাকা ছারা। দীর্ঘ ১৬বছর হত্যা, জুলুম, অত্যাচার আর সীমাহীন নির্যাতনের এক ভয়াবহ অন্ধকার গহ্বরে থেকে বের হয়ে বিএনপি ও জামায়াত স্বাধীন ভাবে দলীয় কার্যক্রম পরিচালনার কার্যক্রম শুরু। কুর্শা ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল মজিদকে গ্রেফতার করে যৌথ বাহিনী। হারাগাছ ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ অপসারন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহেরিন এর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির তদন্ত, অতপর বদলি। গৃহবধূঁকে পিটিয়ে আহত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। তিস্তা নদীর পানিতে ডুবে শিশু নিলয় চন্দ্রের মৃত্যু। ভারতের পানিতে বন্যায় ১০বাড়ি নদী গর্ভে বিলিন। প্রেসক্লাব কাউনিয়া সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাক আহমেদ এর না ফেরার দেশে চলে যাওয়া। টেপামধুপুর বাজেমসকুর বালিকা দাখিল মাদ্রাসার এইচপিভি টিকা নেওয়া ৩শিক্ষার্থী অসুস্থ। ঘুর্ণিঝড় দানা'র প্রভাব বৃষ্টি আর বাতাসে উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি। কাঁচামরিচের দামে পুড়ছে ক্রেতার পকেট। সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত ব্যাক্তির মৃত্যু। ট্রেনে কাটা পরে ব্যবসায়ীর মৃত্যু। খেতে ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু। দিনেদুপুরে আরকে রোডে টাকা ছিনতাই। কাউনিয়ার জলপাই রফতানি হচ্ছে বিভিন্ন জেলায়। তিস্তা চরের মিষ্টি কুমড়া রফতানি হচ্ছে বিভিন্ন জেলায়। পরীক্ষামূলক আপেল চাষে সফল চাষী হামিদা খাতুন। কুর্শা প্রাণিসম্পদ কল্যাণ কেন্দ্রের বেহাল দশা। মাদ্রাসায় পিতা-মাতাকে পা ধোয়া অনুষ্ঠান। এনজিও ঋনের মামলায় নামের মিলে নিরপরাধ নারী জেল হাজতে। পাকা সেতু নির্মাণে বাঁধা, প্রকৌশলীসহ শ্রমিককে মারধর-থানায় মামলা। পা দিয়ে লিখে এসএসসি পাস করল কলি রানী। আমেরিকায় বাবা-মা'র কাছে ফিরে যাওয়া হলো না হারাগাছের স্বাক্ষরের। বিসিআইসির সার ডিলার সহ দুই ব্যবসায়ীর জরিমানা। রাজনৈতিক ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহারে মানববন্ধন। ২০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার- ১। হারাগাছে মৃত্যুর ৫বছর পর কবর থেকে লাশ উত্তোলন। কাউনিয়ায় ভুট্টা খেতে কীটনাশক প্রয়োগে ৫মুরগির মৃত্যুতে থানায় অভিযোগ। এছারাও বিনামূল্যে কৃষকের মাঝে সার বীজ বিতরণ, পিয়াজ-মরিচসহ নিত্য পন্যের অগ্নিমূল্য, ভূমিহীনদের পাকা বাড়ি প্রদান, রেল দুর্ঘটনা, সড়ক দুূর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু, মটর সাইকেল,গরুসহ ছিচকে চুরি বৃদ্ধি, ধর্ষন, খুন, মাধক সেবন, অনেক উল্লেখ যোগ্য ঘটনা গুলো জনতার আলোচনার খোরাক জুগিয়েছে। নানা আনন্দ-বেদনার মধ্য দিয়ে কাউনিয়াবাসী ২০২৪ সালকে বিদায় ও ২০২৫ সালকে বরণ করে নেয়।