এক কথা ভিন্ন নামে

প্রকাশ : 2022-11-03 07:45:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এক কথা ভিন্ন নামে

সুনীল শর্মাচার্য
----------------------

যাকে বলি মিথ্যা
তাকে বলি মিছা,
যাকে বলি চিংড়ি
তাকে বলি ইচা---

যাকে বলি দ্বিধা
তাকে বলি দ্বন্দ্ব,
যা খারাপ ভাবি
তাকে বলি মন্দ---

চিতাবাঘ বলি যাকে
তাকে বলি চিতা,
এক নাম কত নামে
বন্ধু হয় মিতা!

থাকে বলি ঘুম
তাকে বল নিদ্রা,
হলুদ যা---তাহা
জানিস হরিদ্রা!

এক কথা ভিন্ন নামে
চিনি জানি বুঝে,
প্রীতি ভালোবাসা
চলো আনি খুঁজে!