একুশের গান

প্রকাশ : 2022-02-21 09:37:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

একুশের গান

বিচিত্র কুমার 
----------------------

একুশ এলেই মনে পড়ে
বর্ণমালার গান,
ভাষার প্রতি শহীদ ভাইদের
কী নিদারুণ টান।

ভাষার দাবিতে রাজ পথে
দিলো যারা তাজা প্রাণ,
তাদের রক্তে লেখা হলো
বাংলা অভিধান।

মায়ের মুখের মাতৃভাষা
পেলো স্বাধীনতা,
একুশ এলেই পুষ্প শয্যায়
জানাই কৃতজ্ঞতা।

জীবন দিয়ে রেখে গেল
যারা মাতৃভাষার মান,
সেই শোকেতে গাই আমরা
একুশের গান।