একটি রাজনৈতিক দল এখন শুধু নির্বাচন নির্বাচন করছে

প্রকাশ : 2025-05-27 16:42:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

একটি রাজনৈতিক দল এখন শুধু নির্বাচন নির্বাচন করছে

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, একটি রাজনৈতিক দল ভারতের সাথে সুর মিলিয়ে সংস্কারের কথা নাই, আবু সাইদ, মুগ্ধদের যে খুন করা হয়েছে‘ হত্যা করা হয়েছে। তাদের বিচারের কোন কথা নাই খালি নির্বাচন নির্বাচন নির্বাচন নির্বাচন নির্বাচন জিকির। বাংলার জাতি এই জিকির শুনতে চায়না। বিগত দিনে শুনেছি উন্নয়ন উন্নয়ন আর এখন শুনছি নির্বাচন নির্বাচন।

তিনি সোমবার সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমরা পাকিস্তান থেকে মুক্তি পেয়েছি। পাকিস্তান আমাদের থেকে সড়ে গেছে। কিন্তু এই ষড়যন্ত্রকারীদের কারণে ভারতের করত রাজ্যে এই দেশটা পরিণিত হয়েছে। এই ষড়যন্ত্র করছে কারা যাদের শরীরে মীর জাফরের জ্বীন হরমোন রয়ে গেছে। বাংলাদেশে এখন এই মীর জাফর আর মীর সাদেকের উত্তরসূরীরা আছে।

তিনি আরো বলেন, বিগত দিনে দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবারের চ্যাম্পিয়ন হয়েছে। সেই নেতারা দেশের টাকা বিদেশে পাচার করে। জাতির তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। একটা সময় বিদেশে আমরা চোরের তকমা পেয়েছি। বাংলাদেশীরা তো কোন চুরি করেনি। কিন্তু নেতাদের চুরির কারণে জনগণ এই তমকা পেয়েছে। এই দুর্নীতিবাজ, টেন্ডারবাজ আর লুটপাটকারীদের প্রশ্রয় দেয়া যাবেনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুহা. আব্দুল হাই এর সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সিনিয়র সহসভাপতি ক্বারী মুহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন পঞ্চগড়ের সভাপতি মুহা. কামরুল হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।