একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশ : 2023-01-01 14:48:07১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন তারা।

রোববার (১ জানুয়ারি) উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- ওই গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (৩২)।

স্থানীয়রা জানান, ১৫ থেকে ১৬ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় রবিউল ও সামছুন নাহারের। সাত বছর আগে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বিষপান করেন রবিউল। চিকিৎসা নিয়ে রবিউল বেঁচে ফিরলেও তার ছেলে মারা যায়।

৯ মাস আগে তাদের ঘরে একটি কন্যা সন্তান আসে। রোববার সকালে রবিউল-সামছুন দম্পতির শোবার ঘরে দীর্ঘ সময় ধরে ওই শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের মরদেহ দেখতে পান তারা।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ সুরতহাল প্রস্তুত করা হয়েছে। মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। দুজনের মধ্যে কোলহ লেগে থাকতো বলে জেনেছি। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।