এইচএসসি পরীক্ষার দিন দুই পরীক্ষার্থীর লাশ উদ্ধার
প্রকাশ : 2022-11-06 16:02:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদুরে কাপ্তাই হ্রদের কাট্টলী বিলে দুটি নৌযানের সংঘর্ষে নিখোঁজ দুই এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন জানান, রোববার ভোরে এবং সকালে কাট্টলী বিল এলাকায় তাদের লাশ পাওয়া যায়।
মৃতরা হলেন- এলোমিনা চাকমা (২০) এবং রিটন চাকমা (২০)। তারা দুজনই বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
শুক্রবার দুপুরে দূরছড়ি বাজার থেকে আট যাত্রী নিয়ে একটি স্পিডবোট রাঙামাটি যাচ্ছিল। এ সময় ওই বিলে কাট্টলী ওয়াচ টাওয়ারের আগে বালুবোঝাই একটি নৌযানের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় বোটে থাকা দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হন। দুদিন পর পরীক্ষার দিনই তাদের লাশ ভেসে উঠল।
ওসি ইকবাল বলেন, ভোর ৩টার দিকে কাপ্তাই লেকের কাট্টলী বিল এলাকায় জেলেদের জালে রিটনের লাশ আটকে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এরপর সকালে এলোমিনার লাশও ভেসে উঠে একই স্থানে।