এইচএসসির ফলাফলে বাগেরহাটে এগিয়ে সাধারণ শিক্ষার্থীরা

প্রকাশ : 2022-02-13 21:00:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এইচএসসির ফলাফলে বাগেরহাটে এগিয়ে সাধারণ শিক্ষার্থীরা

উচ্চ মাধ্যমিক (এইসএসসি ও সমমান) পরীক্ষার ফলাফলে বাগেরহাট জেলায় পাশের হারের দিক থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের থেকে এগিয়ে সাধারণ শিক্ষার্থীরা। যশোর বোর্ডের অধিনে জেলায় এইসএসসি পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ১১৮ জন। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ১১ হাজার ৮৭৭ জন। পাশের হার শতকরা ৯৬ দশমিক ০১ ভাগ।

তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে সমমানের আলীম পরীক্ষায় অংশ নেওয়া ৩ হাজার ৭৮ জন শিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ২ হাজার ৯৫৫ জন। পাশের হার ৯৬ দশমিক ০২ ভাগ। আর কারিগরি বোর্ডের অধীনে জেলা থেকে এই পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৫৯০ জন। যাদের মধ্যে ২ হাজার ৪০৯ জন কৃতকার্য, পাশের হার ৯৩ দশমিক ০২ ভাগ।

বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, জেলায় পাশের হারের দিক থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ে সাধারণ শিক্ষার্থীরা এগিয়ে আছে।