ঋণ পরিশোধ করতে না পেরে রিকশাচালকের ‘আত্মহত্যা’

প্রকাশ : 2023-01-12 15:10:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঋণ পরিশোধ করতে না পেরে রিকশাচালকের ‘আত্মহত্যা’

রাজধানীর সবুজবাগে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে রাহেল ইসলাম [২৫] নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার [১২ জানুয়ারি] দিবাগত রাতে সবুজবাগ দাসপাড়ায় এ ঘটনা ঘটে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক [এসআই] মো. আব্দুল আওয়াল এ তথ্য জানান।
রাহেল ইসলাম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রোকনতাজ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিবারের বরাদ দিয়ে এসআই মো. আব্দুল আওয়াল বলেন, ‘রাহেল পেশায় রিকশাচালক। স্ত্রী নুরজাহান ও তিন বছরের এক সন্তানকে নিয়ে সবুজবাগ দাসপাড়া ভাড়া বাসায় থাকতেন।’

তিনি বলেন, ‘বুধবার রাত ১টার দিকে ভাড়া বাসায় টিনসেট ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রাহেল। টের পেয়ে স্ত্রী চিৎকার করে আশপাশের লোকজনের সহযোগিতা চান। পরে অচেতন অবস্থায় উদ্ধার করতে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সবুজবাগ থানা পুলিশ মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাহেলের চাচা ফয়জুল ইসলাম জানান, রাহেল রিকশা চালাতো। মাঝে বেকার ছিল। সে স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকতো। অভাবের কারণে ঋণ নিয়ে চলতো। সময় মতো ঋণের কিস্তি দিতে পারতো না। আমার ধারণা, ঋণ পরিশোধ করতে না পেরে সে আত্মহত্যা করেছে।