উপজেলা পরিষদের ১৭টি কমিটির কার্যপরিধি অবহিত করণ বিষয় প্রশিক্ষণ
প্রকাশ : 2021-09-27 19:24:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহি মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় রংপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে সোমবার দুইদিন ব্যাপি উপজেলা পরিষদের ১৭টি কমিটির কার্যপরিধি অবহিত করণ বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রংপুর মোঃ আসিব আহসান। উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ রংপুর সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন সিভিল সার্জন রংপুর হিরন্ময় কুমার রায়, জেলা শিক্ষা অফিসার রোকশানা আক্তার, কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। জেলা ফেসিলিলেটর ইএএলজি প্রকল্প মোঃ মতিউর রহমান এর স ালনায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, রবিকুল হাসান পলাশ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষাক মোজাম্মেল হক সরকার প্রমূখ।