উপজেলা দিবসে শিবগঞ্জ জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-10-23 18:53:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
উপজেলা দিবস উপলক্ষে বগুড়া শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়।
এসময় উপস্থিত উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ন আহবায়ক শেখ ফজলুর বারী, জাতীয় পার্টি নেতা নজরুল ইসলাম বাসু, শাহজাহান আলী, শহিদুল ইসলাম, রনি, মাষ্টার শাহিনুর ইসলাম, কাজী মাসুদ, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব মোকাররম হোসেন খোকন সহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদসা এর সুস্থ কামনায় দোয়া মাহফিল করা হয়।