উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা, সমাধানে করণীয় নিয়ে পঞ্চগড়ে দুই দিনব্যাপী ছায়া সংসদ 

প্রকাশ : 2026-01-15 17:17:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা, সমাধানে করণীয় নিয়ে পঞ্চগড়ে দুই দিনব্যাপী ছায়া সংসদ 

উন্নয়নে অংশি হওয়ার লক্ষ্যে তারুণ্য নির্ভর সংসদীয় অনুশীলনে প্রত্যাশার দিগন্তে এক প্লাটফর্মে দাঁড়াতে একত্রিত একঝাঁক তরুণ ও যুবরা।তারা ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়,১ গঠন করে জনসম্মূখে তার কর্মসূচি উপস্থাপনে উদ্যোগ গ্রহন করেছে।

আগামি ১৬ ও ১৭ জানয়ারি দুইদিনব্যাপি পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় অবস্থিত  ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট প্রাঙ্গণে এই ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের আদলে এই ছায়া সংসদটি অনুষ্ঠিত হবে। এসময় স্পিকার নির্বাচন করে দুটি অধিবেশন পরিচালনা করা হবে। সকাল ১০ টা থেকে প্রথম অধিবেশন  ও বেলা ২টার পরে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বৃহষ্পতিবার (১৫জানুয়ারি) পঞ্চগড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে ইয়ুথ পার্লামেন্ট পঞ্চগড়,১। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় রয়েছে, হাজী মোহাম্মদ  দানেশ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ডিবেটিং সোসাইটি, ক্রিয়েটিভ অলিম্পিয়াড এবং পঞ্চগড় পাওনিয়ার । 

দুইদিনব্যাপি ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠান আয়োজনে পূর্ব প্রস্তুতিমূলক  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ওই ছায়া সংসদের সদস্য মোঃ শাহরিয়ার সোহাগ, সাবেক সভাপতি হাজী মোহাম্মদ  দানেশ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ডিবেটিং সোসাইটি, লতিফা ইয়াসমিন শান্তুু শিক্ষার্থী পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মোঃ শাকিল হাসান সাবেক সভাপতি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও মোঃ তন্ময় ইসলাম প্রধান নির্বাহী ক্রিয়েটিভ অলিম্পিয়াড বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিওপি)।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথমত; ইয়ুথ র্পালামেন্টে পঞ্চগড়,১ থাকবে পঞ্চগড়ের তরুণ সমাজের মধ্যে পলিসি মেকার ,স্থানীয় ,জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ন  সমস্যা ও তার সম্ভবনা নিয়ে গঠনমূলক আলোচনা এবং প্রস্তাব ও বিল উপস্থাপন ও উম্মুক্ত ভাবে আলোচনার চর্চা গড়ে তোলা।দ্বিতীয়ত থাকবে ভবিষ্যতে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি  ও নেতা হিসেবে গড়ে ওঠার জন্য তরুণদের মধ্যে বুদ্ধিভিত্তিক ,যুক্তবাদী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ব্যবহারিক দক্ষতা তৈরী এবং তৃতীয় থাকবে; প্রতিটি ওয়ার্ড প্রতিনিধি কর্তৃক এ জেলার নিজ নিজ ওয়ার্ডের বাস্তব সমস্যা , প্রতিবন্ধকতা ও তার সম্ভবনা চিহ্নিত করণ এবং তার সমাধানে পরিকল্পনা গ্রহন করা।