উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

প্রকাশ : 2025-07-22 11:06:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সই করা এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় রাষ্ট্রপতি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

সান