উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন ওআইসি মহাসচিব
প্রকাশ : 2023-05-29 17:42:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের [ওআইসি] মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। সোমবার [২৯ মে] সকালে মধুরছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।
এ সময় ওআইসি মহাসচিব রোহিঙ্গা যুবকদের নিয়ে পরিচালিত ইয়ুথ সেন্টার, বৃক্ষরোপণ প্রকল্প, মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৪ এক্সটেনশন ক্যাম্পের কনফারেন্স রুমে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম, নারী অধিকার কর্মীসহ ২৫ জন রোহিঙ্গা প্রতিনিধি। এ সময় তারা নাগরিকত্ব নিয়ে নিজ দেশে ফিরে যেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি ওআইসি মহাসচিবের কাছে বিভিন্ন মতামত তুলে ধরেন।
সভায় ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ওআইসি সব সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে পাশে আছে।
সভা শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, ওআইসি প্রধান রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন- আন্তর্জাতিক বিচার আদালতে চলমান কার্যক্রম তরান্বিত করতে সংগঠনটির তৎপরতা অব্যাহত আছে।
গত শনিবার (২৭ মে) পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়াও মঙ্গলবার (৩০ মে) ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫তম সমাবর্তনে বক্তব্য দেবেন ওআইসি মহাসচিব।