ঈদ উপলক্ষে বাগেরহাটে শাড়ি-লুঙ্গি বিতরণ

প্রকাশ : 2022-04-26 19:37:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঈদ উপলক্ষে বাগেরহাটে শাড়ি-লুঙ্গি বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সরুস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এই দরিদ্রদের হাতে এই শাড়ি লুঙ্গি তুলে দেন। এসময়, বিএনপি নেতা অধ্যাপক হাদীউজ্জামান, সাহেদ আলী রবি, মেহবুবুল হক কিশোর, পান্না হাজরা, অধ্যপক ইমদাদুল হক,জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক ইভা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েলসহ জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ৫ হাজার দরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়।