ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুন্সীগঞ্জে দা'ওয়াতে ইসলামী র্যালী
প্রকাশ : 2022-10-08 21:21:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা দা'ওয়াতে ইসলামী র ্যালি হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) মুন্সীগঞ্জ পৌরসভার মাদরাসাতুল মদিনা পশ্চিম দেওভোগ থেকে র ্যালি বের হয়।
পরে, সদরের ভট্টাচার্যের বাগ হয়ে সিপাহিপাড়া চৌরাস্তা, বাবা আদম শহিদ রহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে পথসভা অনুষ্ঠিত হয়ে। পুনরায় ভট্টাচার্যের বাগ এসে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়ার মাধ্যমে র ্যালি শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থাপিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও শিক্ষা বিভাগ জিম্মাদার মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদি আত্তারি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ মাঈন উদ্দিন আত্তারি। মুহাম্মদ আয়াত আলী সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাওলানা জামাল উদ্দিন আহমেদ কাদেরি, আওলাদ হোসেন প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, বিক্ষুব্ধ পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করুন। এবং মিলাদুন্নবীর বার্তা ছড়িয়ে দিন।
আরও বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে সকল প্রকার অন্যায় অবিচার, জুলুম নির্যাতন প্রতিহত করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই আমাদের ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের আদর্শ বান হতে হবে।
দাওয়াতে ইসলামী, সারা বিশ্বের ২০০টি দেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত তৈরি করছে। অসংখ্য বিপদগামী মানুষকে সঠিক পথের দিশা দিচ্ছে। তাই আসুন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দা'ওয়াতে ইসলামি'র সঙ্গদেই। জাতীয় অনুষ্ঠান ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাধ্যমে শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মাণে সহায়ক হই।