ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় সাতদিন চলবে না ট্রাক

প্রকাশ : 2022-04-18 20:07:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় সাতদিন চলবে না ট্রাক

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়িফেরা মানুষের ভোগান্তি কমাতে ঈদের আগের ও পরের তিনদিনসহ মোট সাত দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজবাড়ী জেলা প্রশাসক। তবে শুধু কাঁচামাল বোঝাই ট্রাক পার হতে পারবে। এ সময় দৌলতদিয়া ঘাটে নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।

সোমবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২২ উপলক্ষে সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় ২১টি ফেরি ও ৩৩টি লঞ্চ চলাচল করবে। এ সময় ১২টি রো-রো (বড় ফেরি) ফেরি, ৬টি ইউটিলিটি, ২টি টানা (ডাম্প) ফেরিসহ একটি ছোট ফেরি চলাচল করবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলে মোট ১৯টি ফেরি চলাচল করছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তবে ঈদে ২১টি ফেরি চলাচল করলে যাত্রীরা নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন তারা।

সভায় বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, ‘বর্তমানে এই নৌপথে ১৯টি ফেরি চলাচল করছে। ঈদ উপলক্ষে এক সপ্তাহের মধ্যে বহরে আরও দুটি ফেরি যুক্ত হবে। মোট ২১টি ফেরি নিয়মিতভাবে চলাচল করলে ভোগান্তি ছাড়াই সবাই নির্বিঘ্নে ঘরে ফিরতে পারবে বলে মনে করছি।’

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক সময়েই হাজার হাজার যানবাহন, লাখ লাখ মানুষ নদী পারাপার হন। কিন্তু ঈদ আসলে তা বেড়ে দাঁড়ায় কয়েক গুণ। যেহেতু শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ভারি যানবাহন পারাপার বন্ধ, সেজন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের চাপ পড়তে পারে।’ তবে বাড়তি চাপ সামাল দিতে সব প্রস্তুতি থাকবে বলে আশা করেন তিনি।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, ‘দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি’এ, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সমন্বয় করে কাজ করলে আশা করি ঘাটে কোনও বিশৃঙ্খলা ঘটবে না।’