ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিকদের জন্য থাকবে আলাদা ট্রেন- রেলপথ মন্ত্রী

প্রকাশ : 2024-04-08 12:08:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিকদের জন্য থাকবে আলাদা ট্রেন- রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘ঈদযাত্রায় গার্মেন্টস শ্রমিকদের জন্য থাকবে আলাদা ট্রেন।’ রবিবার (৭ এপ্রিল) দুপুরে তিন দিনের সফর শেষে রাজবাড়ী থেকে ঢাকায় ফেরার সময় পাংশা ডাকবাংলোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় শ্রমিকদের ঈদে বাড়ি ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের ঈদযাত্রা যাতে নিরাপদ হয় এবং আনন্দের সঙ্গে যেন তারা বাড়ি যেতে পারেন– এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সেই সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা এবং আলাদা বগির ব্যবস্থাও করা হয়েছে।’

এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সান