ই্উসেপ বাংলাদেশ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা
প্রকাশ : 2022-08-21 19:00:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
[ঢাকা, ২১ আগস্ট, ২০২২] ই্উসেপ বাংলাদেশ সম্প্রতি ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে। দিবসটি উপলক্ষে ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো: আবদুল করিম। এছাড়াও ইউসেপ বাংলাদশের পরিচালকবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডঃ করিম বাংলাদেশের স্বাধীনতার পেছনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœত্যাগের কথা স্মরন করেন। আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু-সহ তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।