ইসলামী ব্যাংকে তিনমাস ব্যাপী ইন্টার্নশিপ কোর্স শুরু
প্রকাশ : 2023-04-03 15:32:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-তে ১৫৪তম ইন্টার্নশিপ কোর্স ৩ এপ্রিল ২০২৩, সোমবার শুরু হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। আইবিটিআরএ’র প্রিন্সিপাল (চলতি দায়িত্ব) কে.এম. মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ মিয়া ও মো. আনোয়ার হোসেন। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী তিনমাস ব্যাপী এ কোর্সে অংশগ্রহণ করছে।