ইসলামী ব্যাংকে ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-10-18 17:20:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ডিজিটাল অ্যাপ সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং, এমক্যাশ, এটিএম-সিআরএম, খিদমাহ ক্রেডিট কার্ড, পিওএস ও কিউআর কোডসহ ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টগুলো সম্প্রসারণ ও গ্রাহকদের জন্য আরও সহজতর করার লক্ষ্যে ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ বিষয়ক আলোচনা সভা ১৬ অক্টোবর ২০২৩ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিনের সভাপতিত্বে মূল বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। সভায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, সকল জোন, শাখাপ্রধান, উপশাখা ইনচার্জ এবং সকল জোন ও শাখার ডিজিটাল ব্যাংকিং ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ই