ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

প্রকাশ : 2024-01-14 18:04:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৫৭তম ইন্টার্নশিপ প্রোগ্রাম ১৪ জানুয়ারি ২০২৪, রবিবার উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে.এম. মুনিরুল আলম আল-মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ হাসনাইন আবিদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম ও মোঃ আতিকুর রহমান খান খাদেম।