ইসরায়েলের সঙ্গে এবার ক্রীড়া চুক্তি করলো মরক্কো
প্রকাশ : 2022-01-23 09:41:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো আগামী মার্চে ইহুদিবাদী শাসকের সঙ্গে একটি ক্রীড়া চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।
শনিবার এক ঘোষণায় মরক্কো জানায়, বাস্কেটবল খেলায় একে অপরের সহযোগিতা করার জন্য ইসরায়েলের সঙ্গে একটি ক্রীড়া চুক্তিতে পৌঁছেছে। মরক্কোর কর্মকর্তাদের মতে, আগামী মার্চে চুক্তি স্বাক্ষর হবে। খবর টাইমস অব ইসরায়েলের।
মরক্কোর বাস্কেটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলি বাস্কেটবল ফেডারেশনের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তিতে খেলার সঙ্গে সম্পর্কিত শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সামাজিক ক্ষেত্রে সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।
মরক্কো এবং ইসরায়েল ২০২০ সালের শেষে ঘোষণা দিয়েছিল, ২০০২ সালে স্থগিতাদেশের পরে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করবে।
এর আগে গত আগস্টে পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিডের রাবাতে সফরের সময় মরক্কোতে ইসরায়েলের লিয়াজোঁ অফিস খোলা হয়। তেল আবিবে মরক্কোর লিয়াজোঁ অফিসও আবার চালু করা হয়। এছাড়াও দুই পক্ষের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হয়।
ইতিমধ্যে, ইহুদিবাদী শাসকদের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসলামিক এবং আরব দেশগুলি তীব্র বিরোধিতা করেছে এবং মরক্কোর জনগণ বারবার এর বিরোধিতা প্রকাশ করেছে।