ইসরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিল পর্তুগাল

প্রকাশ : 2021-06-10 08:32:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইসরায়েলকে ৪-০ গোলে উড়িয়ে দিল পর্তুগাল

ইউরো কাপ শুরুর আগে দলের শক্ত অবস্থানের জানান দিলো পর্তুগাল। ক্রিস্তিয়ানো রোনালদোর দল আজ ৪-০ গোলে ইসরায়েলকে উড়িয়ে দিয়েছে। এর মধ্যে রোনালদো নিজে একটা গোল করেছেন, এছাড়া জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্ডেজ আর বাকি এক গোল করেন জোয়াও ক্যানসেলো।

আজকের ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষদিকে পরপর দু’টো গোল আসে। ৪২ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ফার্নান্ডেজ। এরপর চোখের পলক পড়তে না পড়তেই দ্বিতীয় গোল করে পর্তুগাল। এবার গোলদাতা অবশ্যই রোনালদো। ৪৪ মিনিটের এই গোলের ফলাফলেই প্রথমার্ধ শেষ হয়।
 
পরে দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে অসাধারণ একটা গোল করলেন ক্যানসেলো। ৩-০ গোলে এগিয়ে গেল পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ২ মিনিট অতিরিক্ত দেওয়া হয়। ৯১ মিনিটে ইসরায়েলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সেই ফার্নান্ডেজ। অসাধারণ এই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০তে।

উল্লেখ্য, এই জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে পর্তুগালের। হাঙ্গেরির বিরুদ্ধে আগামী মঙ্গলবার ইউরো ২০২০-র প্রথম ম্যাচ খেলতে নামবেন রোনালদোরা। অন্যদিকে আগামী সেপ্টেম্বরে আইল্যান্ডের বিরুদ্ধে ইসরায়েল বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে খেলতে নামবে।