ইলেক্টিভ ভেন্টিলেশনে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মেডিকেল বোর্ড

প্রকাশ : 2025-12-12 11:14:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইলেক্টিভ ভেন্টিলেশনে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে: মেডিকেল বোর্ড

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ পেশাদার দক্ষতা, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বেশ কিছু জটিলতা ধরা পড়ে—এর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধি। এ কারণে প্রথমে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা ও বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হয়।

অবস্থা উন্নতি না হওয়ায় ফুসফুসসহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি একিউট প্যানক্রিয়েটাইটিসে ভুগছেন এবং উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা, নিয়মিত ডায়ালাইসিস, রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে বলেও জানায় মেডিকেল বোর্ড।

সব চিকিৎসার পরও জ্বর না কমায় এবং ইকোকার্ডিওগ্রাফিতে ধমনীর ভালভে সমস্যা দেখা দেওয়ায় পরীক্ষা করে চিকিৎসকরা ‘ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস’ শনাক্ত করেন। এরপর দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, খালেদা জিয়ার প্রতিদিনের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং তার চিকিৎসা সংক্রান্ত কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।