ইরানে গেলো বাংলাদেশ

প্রকাশ : 2023-07-12 13:36:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইরানে গেলো বাংলাদেশ

দীর্ঘদিন পর এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ১৭ থেকে ২৬ আগস্ট ইরানের উর্মিয়া শহরে হতে যাচ্ছে এই চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশসহ ১৮টি দেশ অংশ নিচ্ছে। ‘এফ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান। ভালো প্রস্তুতির জন্য আজ বুধবার সকালে আগেভাগেই ইরানে গেছেন হরষিত-তানভীররা।

বাংলাদেশ ভলিবল দলের প্রধান কোচ ইরানের আলী পোর আরজি। গত প্রায় দুই মাস দলকে ঢাকায় অনুশীলন করিয়েছেন। এবার নিজ দেশের রাজধানী তেহরানে রেখে এক মাস অনুশীলন করাবেন এই ইরানি কোচ। এজন্যই সেখানে আগেভাগে যাওয়া।

যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক হরষিত বিশ্বাস এশিয়ান চ্যাম্পিয়নশিপকে ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন, 'আমাদের গ্রুপে দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান দুই দলই শক্তিশালী। তবে পাকিস্তানকে হারানোর মতো সামর্থ্য আছে। তাদের হারিয়ে আমরা পরের পর্বে যেতে চাই। আর কোরিয়ার সঙ্গে লড়াই করবো।’

বাংলাদেশের ম্যাচ হবে ১৯ ও ২০ আগস্ট। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ও পরের দিন প্রতিপক্ষ পাকিস্তান।