ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে কৃতজ্ঞতা জানালেন ইসমাইল হানিয়া
প্রকাশ : 2021-09-05 08:04:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শনিবার ওই ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আব্দুল্লাহিয়ানকে অভিনন্দন জানান হানিয়া।
তিনি ফিলিস্তিনি জাতির প্রতিরোধ আন্দোলনে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
টেলিফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করার জন্য হামাস নেতাকে ধন্যবাদ জানান। আব্দুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিপরীতে ফিলিস্তিনি জনগণ যে বীরোচিত প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাতে একদিন সাফল্য আসবেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধারের একমাত্র উপায় সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। ইরান বিগত চার দশকের মতো ভবিষ্যতেও ফিলিস্তিনি জাতির স্বাধীকার আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে গোটা ফিলিস্তিনি ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্যাতিত এই জাতির প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে।