ইতালিী ভেনিসে যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : 2022-08-20 16:26:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে ইতালিী ভেনিসে যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ভেনিসের মেস্রে ঢাকা বিরিয়ানি হাউজ হল রুমে বাংলাদেশ যুবদল ভেনিস শাখা আয়োজিত এ সম্মেলনে ভেনিস যুবদলের আহবায়ক যুবরাজ দেওয়ান এর সভাপতিত্বে এবং লামিম ও মিজানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সভাপতি আব্দুল আজিজ সেলিম ও সাধারন সম্পাদক শমশের আকবির পলাশ ।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণী , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক ওমর ফারুক । পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এর পর দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয় । আলোচনা শেষে আকবর খান কে সভাপতি ও মোঃ ফখরুল চৌধুরী কে সাধারন সম্পাদক , রামীম দেওয়ান কে সাংগঠনিক সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট ভেনিস যুবদলের কমিটি ঘোষণা করা হয় । সে সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ নবগঠিত কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন। সে সময় বক্তব্য রাখেন ভেনিস যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আকবর খান , সিনিয়র সহ সভাপতি মফিজ মুন্না , সাধারন সম্পাদক মো: ফখরুল চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান , সাংগঠনিক সম্পাদক রামীম দেওয়ান , দপ্তর সম্পাদক জাহিরুল ইসলাম , কোষাধক্ষ্য মোঃ রাজিব ভূইয়া , সদস্য শুভ আহমেদ নিরব প্রমূখ। সম্মেলন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্হানীয় শিল্পীবৃন্দ ।