ইউপি ভোট: শিবচরের নির্বাচনী ইউনিয়নগুলোতে ব্লক রেইড

প্রকাশ : 2021-06-08 15:01:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউপি ভোট: শিবচরের নির্বাচনী ইউনিয়নগুলোতে ব্লক রেইড

১ দফা মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক না থাকায় বিপুল সংখ্যক প্রার্থী অংশগ্রহন করছেন। নির্বাচনে সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে পুলিশ সুপারের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত ব্লক রেইড চালিয়েছে জেলা পুলিশ। প্রথম দিনের ৩ ইউনিয়নে অভিযানে ১০টি রেজিস্ট্রেশনবিহীন মটরসাইকেল আটক করেছে পুলিশ। নির্বাচন পর্যন্ত অভিযান চলবে বলে জানা গেছে। 

জানা যায়, সোমবার রাতে মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে জেলা পুলিশ,থানা পুলিশ,ডিবি পুলিশের বিশাল একাধিক টিম শিবচরে ব্লক রেইড চালায়।  উপজেলার বাশকান্দি, কুতুবপুর ও মাদবরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে গভীর রাত পর্যন্ত এ অভিযান  চলে। পুলিশের টিমগুলো ভাগ ভাগ হয়ে অভিযান চালায়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার চাইলা মারমা, এহসানুর রহমান ভূইয়া , মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন, ডিবি ওসি আল মামুন, পরিদর্শক( তদন্ত) মোঃ আমির সেরনিয়াবাত প্রমুখ উপস্থিত ছিলেন। 

মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বহিরাগতদের আগমন ঘটেছে। অরাজক কিছু ঘটানোর জন্যই বহিরাগতরা আসতে পারে। এছাড়া বিভিন্ন মামলার আসামী ,ওয়ারেন্টভুক্ত আসামী ও সন্ত্রাসীদের ধরতে এ অভিযান চলছে। নির্বাচন পর্যন্ত এ অভিযান চলবে। এছাড়াও আমরা ২টি ইউনিয়ন ভিত্তিক একটি করে পুলিশের টিম সার্বক্ষনিক কাজ করছে।