ইউক্রেন সীমান্তে বিস্ফোরণে আরও এক রুশ ট্রেন লাইনচ্যুত

প্রকাশ : 2023-05-03 13:59:03১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউক্রেন সীমান্তে বিস্ফোরণে আরও এক রুশ ট্রেন লাইনচ্যুত

কিয়েভের পাল্টা হামলা শুরুর আগেই ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণে আরও একটি রুশ মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার [২ মে] সন্ধ্যা ৭ টা ৪৭ মিনিটে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে এ ঘটনা ঘটে।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বগোমাজ জানান, ‘ট্রেনটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে লাইনচ্যুত হয়।’ বিস্ফোরণে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান বগোমাজ। 

আগের দিন সোমবার একই স্থানে আরেকটি রুশ ট্রেন বিস্ফোরণে লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় কিয়েভকে দায়ী করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ।

২০১৪ সালে রুশ দখলকৃত ক্রিমিয়াসহ রাশিয়ার মূল ভূখণ্ডে সম্প্রতি ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। গত চার দিনে বিস্ফোরণের ঘটনায় দুটি রুশ ট্রেন লাইনচ্যুত ছাড়াও ক্রিমিয়ার তেল ডিপোতে ড্রোন হামলা হয়। এ ঘটনায় রাশিয়ার সেন্ট পিটাসবার্গের কাছেও বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়।

২০২২ এর যুদ্ধ শুরুর পর থেকেই নিজেদের নিরাপদ দাবি করে আসছিল রাশিয়া। তবে মঙ্গলবার নিজেদের নিরাপত্তা হুমকির বিষয়টি শিকার করে ক্রেমলিন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এমন সন্ত্রাস হামলার পেছনে কিয়েভ দায়ী, কিন্তু আমরা সতর্ক আছি। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সবকিছু করছে আমাদের গোয়েন্দা সংস্থা।

সূত্র:এএফপি