ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো,  বিরত চীন ভারত আমিরাত

প্রকাশ : 2022-02-26 10:11:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ইউক্রেন প্রশ্নে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়ার ভেটো,  বিরত চীন ভারত আমিরাত

ইউক্রেনে মস্কোর আগ্রাসন প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া। এ ছাড়া চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত থাকে। এতে পরোক্ষভাবে রাশিয়ার পক্ষই নিল দেশগুলো।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো রাশিয়াকে একঘরে করার জন্য এ প্রস্তাব এনেছিল। প্রস্তাবটি এখন ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে যাবে।

রাশিয়া ছাড়া যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও ব্রিটেনের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া প্রস্তাবটি সমর্থন না করা দেশগুলোকে ধন্যবাদ দিয়ে বলেছেন, এটি রুশবিরোধী।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে অবিলম্বে ইউক্রেনে হামলা বন্ধ করে দেশটি থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

রাশিয়া ভেটো দেয়ার পর মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, নিরাপত্তা পরিষদের এক বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন স্থায়ী সদস্য তার প্রতিবেশীকে আক্রমণ করতে এবং জাতিসংঘ ও আমাদের আন্তর্জাতিক ব্যবস্থাকে ধ্বংস করতে ক্ষমতার অপব্যবহার করলেও আমরা ঐক্যবদ্ধভাবে ইউক্রেন ও তার জনগণের পাশে রয়েছি।

ভোটদানে বিরত থাকার পর জাতিসংঘে ভারতীয় দূত টি এস তিরুমুর্তি বলেন, লজ্জার বিষয় যে কূটনীতিকে পরিত্যাগ করা হয়েছে। আমাদের অবশ্যই এতে ফিরে যেতে হবে। এসব কারণেই এই প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে ভারত।