ইউক্রেনে বছরের প্রথম দিনেও রাশিয়ার ড্রোন হামলা
প্রকাশ : 2025-01-01 14:11:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নতুন বছরের প্রথম দিনেই ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভে বুধবারের (১ জানুয়ারি) হামলায় অন্তত তিনজন আহত ও দুটি জেলার একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নগর কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মেয়র ভিটালি ক্লিটশকো বলেছেন, শত্রুপক্ষের হামলা প্রতিহত করছিল বিমানবাহিনী। সে সময় একটি ভবনের দুটি তলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
বুধবার সকালেই রাজধানীর দিকে ধেয়ে আসা ড্রোনের বিষয়ে সতর্কতা জারি করে দেশটির বিমান বাহিনী। তার কিছুক্ষণ পরেই বিস্ফোরণে আওয়াজ শোনা যায়।
তিনি আরও বলেছেন, ধ্বংসাবশেষের আঘাতে অনাবাসিক আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকেই যুদ্ধের সম্মুখ সারির অনেক পেছনে বেসামরিক শহরেও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ক্রেমলিন।
সা/ই