‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা গ্রহণের সময়’

প্রকাশ : 2022-04-28 10:53:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

‘ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে এখন কথা নয়, ব্যবস্থা গ্রহণের সময়’

ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে জবাবদিহি ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

করিম আসাদ বলেন, ‘এখন একদম কথা বলার সময় নয়, এটি ব্যবস্থা গ্রহণের সময়। আন্তর্জাতিক আইন নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকতে পারে না।’

করিম আসাদ আরও জানান, এ পরিস্থিতিতে সুরক্ষার জন্য তৎপরতার সঙ্গে এগিয়ে যেতে যেতে হবে এবং জবাবদিহির জন্য জোর দিতে হবে। তিনি আরও জানান, তিনি রাশিয়া বা ইউক্রেনের পক্ষে বা বিপক্ষে নন।আসাদ বলেন, ‘আমরা আইনের পক্ষে—যেটি মানবতার পক্ষে, মানবতা রক্ষার পক্ষে।’

আইসিসি’র প্রধান প্রসিকিউটর আরও বলেন, ‘আমাদের লজ্জা পাওয়া উচিত যে, ২০২০ সালে এসেও আমরা বিশ্বের অনেক জায়গায় সহিংসতা দেখতে পাচ্ছি—যা গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের কারণ হতে পারে।’