ইইউ'র ১৮ কূটনীতিককে 'অবাঞ্ছিত' ঘোষণা
প্রকাশ : 2022-04-16 10:39:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের 'অবন্ধুসুলভ আচরণ' এর প্রতিক্রিয়া হিসেবে ইইউ'র ১৮ কূটনীতিককে 'অবাঞ্ছিত' ঘোষণা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ।
এর আগে রাশিয়ান স্থায়ী মিশনের ১৯ জন কর্মকর্তাকে ইইউ এবং ইউরাটম থেকে 'অযৌক্তিক' ভাবে বহিষ্কার করা হয়। এ বিষয়ে 'তীব্র আপত্তি' প্রকাশ করতে গতকাল শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মার্কাস এডেরারকে ডেকে পাঠায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে, কয়েক দশক ধরে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতার যে ভিত্তি তা ধারাবাহিকভাবে ধ্বংসের জন্য ইউরোপীয় ইউনিয়ন দায়ী।'এডেরারকে ইইউ'র কূটনৈতিক সম্পর্কের জন্য ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন মেনে চলার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, 'ইউরোপীয় ইউনিয়নের অবন্ধুসুলভ আচরণের প্রতিক্রিয়া হিসেবে, ইইউ'র ১৮ কূটনীতিককে রাশিয়ায় 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে তাদের রাশিয়ান ফেডারেশন অঞ্চল ছেড়ে যেতে হবে।'
ইউরোপীয় ইউনিয়ন মস্কোর এই উদ্যোগকে 'অযৌক্তিক, ভিত্তিহীন সিদ্ধান্ত' বলে নিন্দা জানিয়েছে। ইইউ ব্লকের মুখপাত্র পিটার স্ট্যানো বলেছেন, এই আচরণ ছিল 'সম্পূর্ণ প্রতিশোধ' যা 'শুধুমাত্র রাশিয়াকে আরও গভীরভাবে অন্যদের থেকে বিচ্ছিন্ন করবে।'
স্ট্যানো টুইটা বার্তায় বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন ক্রেমলিনকে আন্তর্জাতিক নিয়ম এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতামূলক পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল হতে দৃঢ়ভাবে আহ্বান জানায়।'
এর আগে ৫ এপ্রিল, ইইউ রাশিয়ার ১৯ জন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে। তখন বলা হয় বলে যে 'তারা কূটনৈতিক মর্যাদার বিরোধী কার্যকলাপে জড়িত ছিল।'
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, ইইউ এর প্রতিক্রিয়ায় 'উপযুক্ত ব্যবস্থা' আশা করা উচিত।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ইইউ কূটনীতিকদের বহিষ্কারের শুক্রবারের খবর রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান কূটনৈতিক সংঘাতের সর্বশেষ ফলাফল। কয়েক ডজন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে এবং রাশিয়া সতর্ক করেছে যে প্রতিটি বহিষ্কারের প্রতিশোধ নেওয়া হবে।