আড়িয়াল খাঁ নদীতে নারীর অর্ধগলিত লাশ

প্রকাশ : 2022-08-29 15:28:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আড়িয়াল খাঁ নদীতে নারীর অর্ধগলিত লাশ

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে ৩০ বছর বয়সী নাম না জানা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের লঞ্চঘাট এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদারীপুর শহরের লঞ্চঘাটে কাজ করা লোকজন নদে একটি লাশ ভাসতে দেখে। পরে তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন আগে হত্যা করে নারীর লাশটি আড়িয়াল খাঁ নদে ফেলে দেয় দুর্বৃত্তরা।