আ’লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

প্রকাশ : 2022-08-30 11:52:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আ’লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙ্গামাটি সদর উপজেলায় একই স্থানে বিএনপি এবং জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার (৩০ আগস্ট) ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার (২৯ আগস্ট) রাত ১টা ১৬ মিনিটে ইউএনও রাঙ্গামাটি সদর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ (আগস্ট) মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার পৌরসভার ভেদভেদী বাজার এলাকায় জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি গ্রহণ করে।

বিজ্ঞাপণ

অন্যদিকে একই স্থানে একই তারিখে ও সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সভা ও সমাবেশ আয়োজন করার মর্মে সংবাদ পাওয়া গেছে। দেশের বৃহত্তর দুই দলের কর্মসূচির কারণে জনজীবনে অসুবিধা ও উপজেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে।

তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং অর্পিত ক্ষমতাবলে নাজমা বিনতে আমিন ৩০ (আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌরসভার ভেদভেদী বাজার ও তার আশপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, মিটিং, লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির চলাচল ও আইনশৃঙ্খলা পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অত্র উল্লিখিত স্থানে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেন।