আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : 2025-11-05 18:27:27১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আর্থিক সংকটে থাকা শরিয়াহভিত্তিক ৫ ব্যাংকের বোর্ড বাতিল করল বাংলাদেশ ব্যাংক

বাসস: আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এই ব্যাংকগুলোকে একটি বৃহৎ একক ইসলামী ব্যাংকে একীভূত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে একটি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, তারা পুরো একীভূতকরণ প্রক্রিয়াটি সরাসরি তদারকি করবে।

যে পাঁচটি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি ছিল এস আলম গ্রুপের মালিকানাধীন। আর একটি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার-এর হাতে।

অভিযোগ রয়েছে, বছরের পর বছর ধরে নানা অনিয়ম ও একাধিক ঋণের মাধ্যমে এই ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা গোপনে সরিয়ে নেওয়ার ফলে ব্যাংকগুলো আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিল।