আরিফা ফুড প্রোডাক্টের উদ্যোগে কাউনিয়ায় হতদরিদ্র ও এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

প্রকাশ : 2022-04-23 21:01:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আরিফা ফুড প্রোডাক্টের উদ্যোগে কাউনিয়ায় হতদরিদ্র ও এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

কাউনিয়া উপজেলার টিপু মুন্শি অডিটোরিয়ামে শনিবার আরিফা ফুড প্রোডাক্টস্ (চমক) এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আরিফা ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান এর পিতা বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল ওয়াব এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিনার (ভুমি) মোঃ মেহেদী হাসান। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টাস (চমক) এর ব্যাবস্থাপনা পরিচালক আতাউর রহমান, ম্যানেজার রফিকুল ইসলাম, বালাপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন, সাংবাদিক জহির রায়হান, সাংবাদিক মিজানুর রহমান, মাওলানা হাবিবুর রহমান হাবিব প্রমূখ। উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ কে শাড়ি কাপড় ও ১৫ জন মাদ্রাসা ছাত্র কে পায়জামা-পাঞ্জাবি সহ ১৫ হাজার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।