‘আমি রাক্ষস’, হাসপাতাল থেকে বেরিয়েই বেশি না খাওয়ার পরামর্শ মিঠুনের
প্রকাশ : 2024-02-12 17:34:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই স্বমহিমায় মিঠুন চক্রবর্তী। নিজের পায়ে হেঁটে বের হলেন হাসপাতাল থেকে। উৎসুক ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য বিনিয়ম করলেন। ডায়াবেটিস রোগীদের উদ্দেশে বললেন, শুধু মিষ্টি বন্ধ করলেই হবে না, খাবার নিয়েও সাবধানী থাকতে হবে। একই সঙ্গে জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পুরোদস্তুর প্রচার করলেও ভোটে দাঁড়াবেন না। এও জানান, মানুষের উত্থানের সময় এসেছে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে মিঠুন বললেন, ‘‘কোনও সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই। আমার সমস্যা, বেশি খেয়েছি।
আমি রাক্ষস। বকা খেলাম।’’ আসলে বাংলার ছেলে বাংলায় এলেই খেতে ভালোবাসেন। আর এই অতিরিক্ত খাওয়াতেই সমস্যা হয়েছিল। সুগার বেশ বেড়ে গিয়েছিল। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ, সে কথাও জানিয়েছেন। গত শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিঠুনকে। সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে দেয়া মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল সেরিব্রাল স্ট্রোক হয়েছিল তারকার। তবে তিনি ভালো আছেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে তারকা ডায়াবেটিসের সমস্যার কথাই বললেন। মিঠুন হাসপাতালে থাকাকলীন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার কুশল-সংবাদ নিয়েছিলেন। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ মিঠুন বলেন, ‘‘দারুণ শ্রদ্ধা করি প্রধানমন্ত্রীকে।’
তাকে প্রচারের ময়দানে পাওয়া যাবে বলেও সোমবার জানিয়েছেন মিঠুন। তার কথায়, ‘‘একদম। ১ তারিখ থেকে লাগাতার প্রচার। বিজেপির হয়েই করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে যদি ডাকে সেখানেও যাব।’
তবে সাফ জানিয়ে দিলেন তিনি প্রার্থী হবেন না। জানান, ‘আমি প্রার্থী হলে বাকি ৪২টা কেন্দ্রের কী হবে’। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ‘শাস্ত্রী’র শ্যুটিংয়েই কলকাতায় এসেছিলেন মিঠুন। মাঝপথে অসুস্থ হওয়ায় শ্যুটিং নিয়েও কিছুটা চিন্তিত দেখালো অভিনেতাকে । গত বছর মিঠুন অভিনীত ছবি ‘কাবুলিওয়ালা’ মুক্তি পায়। সেই ছবি প্রশংসা কুড়িয়ে নেয় দর্শক মহলে।
ই