আমিই তিনশো ছয় - নন্দিতা ঊর্মি

প্রকাশ : 2023-08-07 13:26:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আমিই তিনশো ছয় - নন্দিতা ঊর্মি

আমিই তিনশো ছয় 

------ নন্দিতা ঊর্মি

বাংলাদেশে জন্ম আমার 
বড়ই গর্ব হয়
বুকের ভিতর সদাই বাজে 
 বাংলাদেশের জয়
যদিও নতুন পরিচয়ে
আমি তিনশো ছয় !

গ্রামের মায়া পিছে ফেলে
জ্ঞানের মশাল জ্বালবো বলে 
এলাম ছুটে এই শহরে
স্বপ্নমাখা নীল প্রহরে
দিন বদলের রঙিন আশায়
প্রত্যয়ী প্রাণ নতুন নেশায়
দেশের জন্য ভালোবাসায়
নেই কোন সংশয় !

কিন্তু হঠাৎ একী হলো
স্বপ্ন আমার থমকে গেল
প্রবল হিংস্রতায়
থেঁতলে যাওয়া বুকেও বাজে
বাংলাদেশের জয়
যদিও নতুন পরিচয়ে
আমি তিনশো ছয়!!

বাবা আমার গরীব কৃষক
দিন আনে দিন খায়
প্রদীপ জ্বলে কু্ঁড়েঘরে
মুঠোফোন নাই হায় !
কেমন করে বলি তাকে
কি করে বোঝাই
হিমঘরে খুব ঠান্ডা লাগে
একলা লাগে তায় !
বাবা বুঝি আসছে ঈদের
ছুটির অপেক্ষায় !

বুকের মাঝে উথাল পাথাল
 বাংলাদেশের জয়
আমি এখন বেওয়ারিশ লাশ
আমিই তিনশো ছয়!!