আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

প্রকাশ : 2025-04-27 16:32:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাব প্রাঙ্গণে আমার দেশ পাঠকমেলা এই মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে আমার দেশ পাঠকমেলা সিরাজদিখান সভাপতি সিরাজদিখান দৈনিক আমাদেশ প্রতিনিধি এবং সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। মীর সরফত আলী সপু প্রধান অতিথির বক্তব্যে বলেন ড. মাহামুদুর রহমান একজন সৎ ও নির্ভীক সাংবাদিক ও সম্পাদক, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের অপরাজনীতি ও স্বৈরশাসক বিরুদ্ধে আপোশহীন প্রতিবাদের দিকপাল ব্যক্তিত্ব। অতি বিলম্বে বর্তমান অন্তর্বরতীকালীন সরকারের প্রতি আহবান জানান মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রুপে চেয়ারম্যাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান অন্যথায় ঢাকা-মাওয়া রোডে অচল করে দেওয়া হবে। তিনি আরো বলেন কোন বাহানায় কাল ক্ষেপন না করে তারাতারি নির্বাচনী তফসির ঘোষণা করুন, জাতির সমস্যা দ্রু সমাধান হয়ে যাবে।
বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক (যমুনাটিভি ও যুগান্তর প্রতিনিধি). মুন্সীগঞ্জ জেলা যুবদল আহব্বায়ক কমিটির সদস্য মোঃ আমজাদ হোসেন, সরকারি শ্রীনগর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরুজ্জামাল সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম,নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হাসান শান্ত,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রিমন হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী, কোলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম, বাড়ৈখালী ইউনিয়ন হাফিজুর রহমান, বাদল, মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা সদস্য সচিব শামসুল হক, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, আমার দেশ পত্রিকার লৌহজং উপজেলা প্রতিনিধিঃ আবু নাছের খান লিমন, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধিঃ জাবেদুর রহমান যুবায়ের, সিরাজদিখান দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি দেবব্রত দাস দেবু,বাংলা টিভির প্রতিনিধিঃ মোঃ মোস্তফা সিরাজদিখান কর্মরত সাংবাদিক ও সিরাজদিখান শ্রীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মজলুম সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েররকৃত মামলা প্রত্যাহার ও একাত্তর টিভির মালিক মোস্তফা কামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

সান