আমাদের রাজনীতিতে পরির্বতন আনতে হবে-পঞ্চগড়ে নওশাদ জমির
প্রকাশ : 2025-10-22 21:38:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক সর্ম্পক বিষয়ক সম্পাদক পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, বিএনপি আগামিতে সরকার গঠন করলে প্রতিটি পরিবারের একজন সন্তানকে বিদেশে যাওয়ার বিষয়ে সর্বাত্নক চেষ্টা করবো। আমরা এখন নবীনদের কাছে যাচ্ছি তারা আগামিতে কি চায়।
তিনি পঞ্চগড়-১ আসনে বিএনপির কর্মপরিকল্পনার ৩১ দফার রুপরেখা নিয়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে বিকেলে পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন।তিনি বলেন আমাদের রাজনীতিতে পরিবর্তন করতে হবে। আমরা রাজনীতিবিদরা আমরা যা চিন্তা করি ‘কিন্তু তার চেয়ে আমাদের নাগরিকদের চিন্তা ভাবনা অনেক বেশি অগ্রসর। এখন তথ্যের যুগ আগে এমন একটা সময় ছিল একজন নেতা যা বলতের সেটার নির্ভর করতো হতো।
নওশাদ জমির বলেন, এখন পৃথিবীর কোন দেশে কি হচ্ছে এখন তা ঘরে বসে পাওয়া যাচ্ছে। সে কারণে রাজনীতিতেও চিন্তার পরিবর্তন আনতে হবে। আমাদের কাজের পরিবর্তন করতে হবে’ কর্মপদ্ধতির পরিবর্তন করতে হবে।এই কারণে আমরা বিভিন্ন আঙ্গিকে এ কাজ গুলোকে নেওয়ার চেষ্টা করছি। আমরা যে রচনা প্রতিযোগিতা টা করছি সেটার নাম হচ্ছে ‘২০৫০ এর পঞ্চম। আমরা আমাদের নবীনদের কাছে শুনতে চাচ্ছি পঞ্চগড়কে তারা কি ভাবে দেখতে চায়।
তিনি বলেন বিএনপি সরকার গঠন করতে পারলে পঞ্চগড় তেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ সংযোগ করা হবে। এছাড়া বেসরকারি হোক বা সরকারি হোক পঞ্চগড়ে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। এজন্য মহাপরিকল্পনা নেওয়া হবে। পঞ্চগড় পৌরসভাকে আধুনিকি করণ করা হবে। পাশাপাশি কৃষকদের পন্য যেনো তাদের পন্যের মূল্য পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় জেলা বিএনরি যুগ্ম আহবায়ক অ্যাডাভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল , জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।