আমরা সকলে প্রত্যেক কাজের আগে শেখ হাসিনার পরিনতির কথা চিন্তা করবো  

প্রকাশ : 2025-03-30 18:53:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আমরা সকলে প্রত্যেক কাজের আগে শেখ হাসিনার পরিনতির কথা চিন্তা করবো    

আমাদের প্রত্যেক কাজের পূর্বে খুনি হাসিনার পরিণতি মনে রাখতে হবে।  আমাদের কাজের মধ্যে মত পার্থক্য থাকবে আমাদের কথায় ও কার্যক্রমে । কিন্তু  এটা নতুন একটি জেনারেশনের বাংলাদেশ । এই জেনারেশন প্রতিবাদের বিরুদ্ধে য়েকোন সময় দাঁড়িয়ে যেতে পারে। জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।  শনিবার পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রত্যেকটি কাজের পূর্বে  খুনি শেখ হাসিনা, তার বিগত ১৬ বছরের কার্যক্রম, আপনাদের আমাদের সাথে হওয়া অত্যাচার নির্যাতন এবং সবশেষ তার পরিণতি যেন আমরা মনে থাকে। কারণ এটি যেমন আমাদের সঠিক পথের দিকে নিয়ে যাবে তেমনি তরুণ প্রজন্মের মন থেকে যে চাওয়া সেটি আমাদের মাথায় থাকবে।

 আমরা যদি একজন আরেকজনকে প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হয়ে যাই তাহলে ক্ষতিটা যেমন আন্তঃদলীয় হবে তেমনি ক্ষতিটা পঞ্চগড় জেলারও হবে।আমরা তরুণ প্রজন্ম বিশ্বাস করি আমরা যদি পঞ্চগড়কে এগিয়ে নিতে চাই তাহলে প্রত্যেক জায়গায় আজকের মতো সৌহার্দ ও পারস্পারিক শ্রদ্ধাবোধ বিরাজমান রাখতে হবে। তাহলেই পঞ্চগড়কে একটি সমৃদ্ধ জেলা হিসেবে পরিণত করতে পারবো।  মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করে যাবো এটাই আমার চাওয়া। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,  জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।