আমদমীঘিতে মহান স্বাধীনতা দিবস পালিত
প্রকাশ : 2022-03-27 18:50:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি পালনের শুরুতেই ৩১বার তোপধ্বনি মাধ্যমে সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে বঙ্গবন্ধুর মুর্যালে ও বদ্ধভুমিতে পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় আইপিজে স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহন,কুচকাওয়াজ,ডিসপ্লে খেলাধুলা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) মাহবুবা হক,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,আবির উদ্দীন,আজমল হোসেন প্রমূখ। অপরদিকে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন। এছাড়াও বিকেলে প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।