আব্দুল মোমেনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ

প্রকাশ : 2022-02-10 09:41:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আব্দুল মোমেনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার জন্য এ আমন্ত্রণ জানানো হয়। এর আগে সর্বশেষ গত বছরের জুনে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর গত বছরের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর। 

এরপর ১৫ ডিসেম্বর অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপ শেষেই আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঠানো ওই চিঠিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছিলেন ড. এ. কে. আব্দুল মোমেন।