আবার চোট নেইমারের

প্রকাশ : 2024-11-05 10:48:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবার চোট নেইমারের

চোট সারিয়ে দীর্ঘ এক বছর পর আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন নেইমার। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেও আবার চোটে পড়েছেন তিনি। ইরানের ইস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিন চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে। 

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে নামেন ৫৮ মিনিটে। তার পর ত্রিশ মিনিটেরও কম সময় মাঠের খেলায় থাকতে পেরেছেন। ডান পায়ে চোট পেয়ে বদলি হয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে। তখন ঊরুর পেছনের অংশে হাত দিয়ে ধরে থাকতে দেখা যায় তাকে। হয়তো পেনাল্টি এরিয়ায় খেলার সময় টান লেগেছে। 

আল হিলালের দারুণ জয়ে হ্যাটট্রিক করেছেন আলেক্সান্ডার মিত্রোভিচ। এই জয়ে লিগ পর্বে শীর্ষেও উঠেছে তারা। কিন্তু নেইমারের চোটের কারণে পুরোপুরি তৃপ্তি নিয়ে আল হিলাল মাঠ ছাড়তে পারেনি।  

২০০৩ সালে প্যারিস সেন্ত জার্মেই থেকে সৌদি ক্লাবে যোগ দেওয়া নেইমার সর্বশেষ ২১ অক্টোবর মাঠে নেমেছিলেন। যেহেতু জানুয়ারির আগে বিধিনিষেধের কারণে সৌদি প্রো লিগে তার নিবন্ধন সম্ভব নয়। তাই এশিয়া চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন।    

গত নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের পরই লিগামেন্ট ইনজুরিতে ছিটকে যান নেইমার। তাই আল হিলাল শরীরের অবস্থা বুঝে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোল স্কোরের জন্য ধীরে-সুস্থে আগানোর পরিকল্পনা করে।একই কারণে ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডেও তার জায়গা হয়নি। 

কা/আ