আবারো ফাটল সাতক্ষীরার বেড়িবাঁধ

প্রকাশ : 2022-09-13 13:51:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবারো ফাটল সাতক্ষীরার বেড়িবাঁধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চুনা নদীর বেড়িবাঁধে আবারো ফাটল দেখা দিয়েছে। দুদিন ধরে পানির উচ্চতা বাড়ায় নতুন করে এ ফাটল দেখা দেয়। ফলে যে কোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের শঙ্কায় দিন পার করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, চুনা নদীর অস্বাভাবিক জোয়ারের উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাতিনাখালী এলাকায় ৬০ ফুট বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়। এ অবস্থায় চরম আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী।স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ হলেও চোখে পড়ার মতো কোনো কাজ করেনি পানি উন্নয়ন বোর্ড। এখনই বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে ফসলি জমি, মাছের ঘের, কাঁকড়ার প্রকল্পসহ মানুষের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হবে।

স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ হলেও চোখে পড়ার মতো কোনো কাজ করেনি পানি উন্নয়ন বোর্ড। এখনই বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে ফসলি জমি, মাছের ঘের, কাঁকড়ার প্রকল্পসহ মানুষের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হবে।’

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদ হোসেন বলেন, "আমরা এরই মধ্যে জায়গাটি পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বৈরী আবহাওয়ার শিথিলতা এলেই আমরা কাজ শুরু করবো।"