আবারো পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের  সভাপতি জুলফিকার সেক্রেটারি রাশেদ

প্রকাশ : 2025-01-06 18:33:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আবারো পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের  সভাপতি জুলফিকার সেক্রেটারি রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা শাখার ২০২৫ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পূনরায় সভাপতি হিসেবে জুলফিকার রহমানের নাম ঘোষণা করা হয়েছে এবং সেক্রেটারি মনোনিত হয়েছেন রাশেদ ইসলাম। সোমবার (৬ জানুয়ারি) সকালে জেলা শহরের পূর্ব মিঠাপুকুর এলাকায় পঞ্চগড় জেলা জামায়াতের অফিসে জেলা ছাত্রশিবির আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।  

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক সভাপতি হিসেবে জুলফিকার রহমানের নাম ঘোষণা করেন। পরে নব মনোনীত সভাপতি অন্যান্য সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারির নাম ঘোষণা করেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনাজপুর শহর সভাপতি রেজোয়ান ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের আমীর জয়নাল আবেদীন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকীক। আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সেক্রেটারি।

জেলা ছাত্র শিবিরের নব নির্বাচিত সভাপতি জুলফিকার রহমান পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ইংরেজি বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং সেক্রেটারি রাশেদ ইসলাম পঞ্চগড় নূরুন আলা নূর কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী।